পুরান ঢাকাকে বাসযোগ্য করা সাঈদ খোকনের প্রথম কাজ

0

ষ্টাফ রিপোর্টার/- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে মোহাম্মদ সাঈদ খোকনের প্রথম কাজ হবে পুরান ঢাকাকে বাসযোগ্য করে তোলা। পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেনে বায়তুল ইজ্জত জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের কাছে এ প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমি পুরান ঢাকার ছেলে। এটাই আমার পরিচয়। আমার বিশ্বাস এই এলাকার মানুষ তাদের ভালোবাসার উপহার হিসেবে আমাকে এক এক করে ভোট দেবেন।”

পুরান ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা উল্লেখ করে তিনি পুরান ঢাকাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেবেন বলে জানান। মেয়র হিসেবে আমার মেয়াদ শেষে প্রধানমন্ত্রী আমাকে এই ভাষণ দিয়েছিলেন। জনগণ এবার আমাকে নির্বাচিত করলে পুরান ঢাকা পুনর্গঠনে কাজ করব।

সাঈদ খোকন আরও বলেন, ‘এটা হবে অনেক বড় উদ্যোগ। টোকিও বা সিঙ্গাপুর শহর একসময় প্রাচীন ঢাকার মতোই ঘনবসতিপূর্ণ ছিল। এগুলো পরিকল্পনার মাধ্যমে গড়ে উঠেছে। আমরাও সেই স্বপ্ন নিয়ে কাজ করছি। নির্বাচিত হলে নেত্রীর নেতৃত্বে পুরান ঢাকা পুনর্গঠনের উদ্যোগ নেব।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.