বিদেশি চলচ্চিত্রে দেশী শিল্পীদের ভূমিকা নিয়ে সেমিনার

0

বিনোদন ডেস্ক/- বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বিদেশী চলচ্চিত্রে আদিবাসী শিল্পীদের ভূমিকা নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে।

শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক জ্যোতিকা পাল জ্যোতি মঙ্গলবার (12 ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘অ্যাসেসিং দ্য রোল অফ বাংলাদেশী আর্টিস্টস ইন ফরেন ফিল্মস “শীর্ষক একটি সেমিনারে গবেষণাপত্রটি উপস্থাপন করেন।”

চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক হাবিবুর রহমান খান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চলচ্চিত্র ও গণমাধ্যম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. মো. মতিন রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কাজী হায়াত।

চলচ্চিত্র সমালোচক ও শিল্প সমালোচক মঈনুদ্দিন খালিদ, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব এবং এম এম জহিরুর রহমান বিপ্লব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও সমালোচক রফিকউজ্জমান গবেষণার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ডিরেক্টর জেনারেল মো. জসিম উদ্দিন।

চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত ড. মো. আলীসহ বিভিন্ন ব্যক্তি। মোফাখরুল ইকবাল, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.