জোর করে আন্দোলন করলে উপায় থাকবে না: হেফাজত

হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাদের মুক্তির দাবি

0

ষ্টাফ রিপোর্টার – হেফাজত ইসলাম বাংলাদেশের নেতারা হেফাজত নেতা মাওলানা মাহমুদুল হক ও মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করছেন। সরকার তাদের মুক্তি না দিলে সরকার উৎখাতের আন্দোলন শুরু করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক আলোচনা সভা ও ইফতার পার্টিতে তারা এ হুঁশিয়ারি দেন।

জোরপূর্বক আন্দোলনের পরিণতি
নেতারা জোর দিয়ে বলেন, তারা সরকারকে উৎখাত করতে চান না, তবে বাধ্য হলে অন্য কোনো উপায় থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার অস্থিরতা দেখতে চায় না বলেও তারা উল্লেখ করেন, তবে জোর করে আন্দোলন করলে কোনো উপায় থাকবে না।

মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
নেতৃবৃন্দ ঈদের আগে মাওলানা মামুনুল হকের নিঃশর্ত মুক্তি এবং ২০১৩ সাল থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ফেসবুকে নবী মুহাম্মদ সম্পর্কে অসম্মানজনক মন্তব্যকারী বাসুদাসকে ফেরত আনারও আহ্বান জানান তারা। দেশটি.

ইসলাম রক্ষায় আইন প্রণয়নের আহ্বান
এছাড়া যারা ইসলাম, নবী মুহাম্মদ, কোরআন ও সুন্নাহকে অবমাননা করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। তারা ইসলামের পবিত্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.