কোন কোন চ্যানেলে সরাসরি দেখতে পারবেন অস্কার?

0

বিনোদন ডেস্ক/-  বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই 91তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। কে পদক জিতবে, কে শেষ হাসি হাসবে তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বিকাল ৩:৩০ মিনিটে লাল গালিচা বিছানো হবে। স্থানীয় সময় 24 ফেব্রুয়ারী এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল 5:00 টায়। (সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায়)। অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে সরাসরি সম্প্রচার করবে এবিসি চ্যানেল। এ ছাড়া এবিসি ডটকম, এবিসি অ্যাপে দেখা যাবে এবারের অস্কার।

বাংলাদেশের দর্শকরা স্টার মুভিজ, স্টার মুভিজ এইচডি, স্টার মুভিজ সিলেক্ট চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন বলে জানা গেছে। এছাড়া অনলাইনে বিভিন্ন সাইটে লাইভ দেখার সুযোগ রয়েছে। এছাড়া দর্শকরা এবারের অস্কার উপভোগ করতে পারবেন ইউটিউব টিভিতে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.