৫ হাজার প্রতিযোগীকে হারিয়ে ৫৫ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী

0

বিনোদন ডেস্ক/- ৫৫ বছর বয়সী মডেল রূপিকা গ্রোভার ‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন এ মিলিয়ন ২০২৩’ প্রতিযোগিতা জিতেছেন। ভারতের নয়াদিল্লিতে হোটেল লীলায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

- Advertisement -

পাঁচ হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে ৭৩ জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সবাইকে পেছনে ফেলে মুকুট জিতলেন রুপিকা। প্রথম রানার আপ নির্বাচিত হন টিনা সিং, ডঃ অনুপমা বাচিল। সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানানো হয়েছে।

‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন এ মিলিয়ন 2023’ জেতা ছাড়াও, রূপিকা ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল ক্লাসিক’, ‘ফিট ক্লাসিক’ এবং ‘টেলেন্টেড ক্লাসিক’ সহ একাধিক শিরোনাম জিতেছে।

রূপিকর জন্ম ও বেড়ে ওঠা ভারতের জম্মুতে। গ্ল্যামার জগতের কারণে স্বর্গ ছেড়ে মুম্বাই চলে যান; যোগ দেন শোবিজ অঙ্গনে। এছাড়া তিনি বিয়ে করে গৃহস্থ হন। রূপিকার দুই ছেলে। পশুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে রুপিকা বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যুক্ত।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.