বিনোদন ডেস্ক/- গত শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে করেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। আজ রাতে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এ খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
জোভানের বিয়ের ঘোষণার মাত্র একদিন পেরিয়েছে। হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিলেন দুই পর্দার গুণী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুকে কিছু ছবি প্রকাশ করে বিয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী।
অর্ষার স্বামী শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, নির্মাতা-অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান। এই ছবির ক্যাপশনে অর্ষা লিখেছেন, ‘এখন আমরা প্রকৃতি এবং পরিবার নিয়ে কথা বলছি। আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছি।’
তবে কবে কোথায় বিয়ে করেছেন সে বিষয়ে কিছু বলেননি অর্ষা। বিয়ের বিষয়ে জানতে অর্ষার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
নাজিয়া হক অর্ষা ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। এরপর থেকে তিনি বহু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। নাটক-টেলিফিল্ম ছাড়াও তিনি বেশ কিছু চলচ্চিত্র ও ওয়েব ছবিতে অভিনয় করেছেন।