রাশিয়ার তেল রপ্তানি এখন চীন ও ভারত, ইউরোপ নয়

0

আন্তর্জাতিক ডেস্ক/- রাশিয়া তার তেল রপ্তানি গন্তব্য ইউরোপ থেকে চীন ও ভারতে সরিয়ে নিয়েছে। ইউক্রেন সংঘাতের জেরে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের প্রায় দুই বছর পর বুধবার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ ঘোষণা দেন।

2022 সালের ফেব্রুয়ারিতে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সৈন্য পাঠানোর পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

রাশিয়ার জ্বালানি নীতির দায়িত্বে থাকা নোভাক বলেন, ‘আমরা 40 থেকে 45 শতাংশ তেল ও তেল পণ্য ইউরোপে সরবরাহ করতাম। এ বছর আমরা আশা করছি, মোট রপ্তানির সংখ্যা চার থেকে পাঁচ শতাংশের বেশি হবে না। চীনের অংশ (তেল রপ্তানিতে) 45 থেকে 50 শতাংশ বেড়েছে এবং ভারত বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রধান অংশীদার হয়ে উঠেছে। দুই বছরে ভারতে সরবরাহের মোট অংশ বেড়েছে প্রায় ৪০ শতাংশে।’

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভারত পরিশোধন করার আগে এবং ইউরোপীয় গ্রাহকদের কাছে বিক্রি করার আগে রাশিয়া থেকে বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.