কুয়াকাটা সমুদ্র সৈকতে রোভার স্কাউট পরিষ্কার অভিযান

0

পটুয়াখালী থেকে প্রতিনিধি/- বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের উদ্যোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট শিক্ষার্থীরা বিভিন্ন সচেতনতামূলক বাক্য সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে র‌্যালিতে অংশ নেয়।

পরে আলোচনা সভা শেষে সৈকতের ১ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কুয়াকাটায় আগত পর্যটকরা এ অভিযানে অংশ নেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। সন্তোষ কুমার বসু, কুয়াকাটা পৌর সভার মেয়র আনোয়ার হাওলাদার ও পটুয়াখালী জেলা রোভার এলটি কমিশনার প্রফেসর আবুল কালাম আজাদ।

পরিবেশ রক্ষায় সমুদ্র সৈকতে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে অনুরোধ জানান বক্তারা। পাশাপাশি নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.