উত্তরের হিমেল হাওয়া পাবনায়

0

পাবনা থেকে সংবাদদাতা/- উত্তরের জেলা পাবনায় গত দুই দিন থেকে নিম্নচাপের পর শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন। পাশাপাশি উত্তরের হিমেল হাওয়ায় শীত যেন বসেই যাচ্ছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে সূর্যোদয় পর্যন্ত যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। এছাড়া শীতের তীব্রতায় দিনমজুররা চরম দুর্ভোগে পড়েছেন। তারা সকালে কাজে বের হতে পারছে না।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, আজ (মঙ্গলবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনায় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল (সোমবার) পাবনায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এতে শীতের তীব্রতাও বাড়বে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.