ষ্টাফ রিপোর্টার/- ৪৩তম বিসিএসের ফল ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২ হাজার ৮০৫ ক্যাডার ও নন-ক্যাডার জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জনকে এবং নন-ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
পিএসসির ওয়েবসাইট ছাড়াও উত্তীর্ণদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।
৪৩তম বিসিএসে নন-ক্যাডারে পদসংখ্যা বৃদ্ধির বিজ্ঞপ্তি পুনঃপ্রকাশের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। তারা আলাদাভাবে ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ, নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল এবং পদ বাড়িয়ে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। এরই মধ্যে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করেছে পিএসসি।