স্টাফ রিপোর্টার/– বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। তার হার্টের তিনটি ব্লকের একটিতে রিং করা হয়েছে।