বিশ্ব এইডস দিবস আজ

0

কামাল হোসেন/- আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে। এ বছরের থিম “এইডস নিয়ন্ত্রণে সম্প্রদায়ের আমন্ত্রণ।” দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

- Advertisement -

1988 সাল থেকে, এইডস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। 1989 সালে বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নভেম্বর 2022 থেকে অক্টোবর 2023 পর্যন্ত, 1,100 জন এইচআইভি সংক্রামিত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এইডস/এসটিডি প্রোগ্রামের তথ্য অনুযায়ী, দেশে প্রায় 14,500 রোগী রয়েছে। এই রোগীদের মধ্যে 37 শতাংশ এখনও নির্ণয় করা হয়নি। আর ২৩ শতাংশ রোগী চিকিৎসা পান না।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোগী শনাক্তকরণের দিক থেকে ঢাকার পরেই রয়েছে রাজশাহী বিভাগ। এরপর চট্টগ্রাম বিভাগ। তবে দেরিতে সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে এইডস রোগী শনাক্ত হচ্ছে। গত বছরে সেখানে ১৪৪ জন এইডস রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে ৯৮ শতাংশই সিরিঞ্জ মাদক সেবনকারী।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.