ফরিদপুর প্রতিনিধি/- ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের পক্ষে ভোট চেয়েছেন এ কে আজাদের স্ত্রী শাইমা আজাদ শাম্মী। এ সময় তিনি বলেন, নারী অধিকারের জন্য এ কে আজাদের বিকল্প নেই।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরলীদহ এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
মিসেস আজাদ বলেন, ফরিদপুরের মানুষের উন্নয়নে এ কে আজাদের বিকল্প নেই।
এ সময় তিনি ফরিদপুরকে সন্ত্রাসমুক্ত করতে ঈগল ব্র্যান্ডের পক্ষে ভোট চান। সেই আশঙ্কা কাটিয়ে তিনি ২৭ তারিখ কেন্দ্রে গিয়ে নারী সমর্থকদের ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। স্বতন্ত্র প্রার্থী একে আজাদ বেকারত্ব দূর করে ফরিদপুর-৩ আসনকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করবেন বলেও আশ্বাস দেন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রসুল তানিয়া প্রমুখ।
মিসেস আজাদের খালা মাসুদা বেগম বুলু, ছোট বোন শায়লা ইসলাম, মাসুম, গোলাম মোস্তফা খোকন, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার শত শত নারী সমর্থক।