ষ্টাফ রিপোর্টার – আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সারাদেশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ৬৪.১৫ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে।
মোট ৯,৪০,০০০ কৃষক এই প্রণোদনা থেকে উপকৃত হবেন, এক বিঘা জমিতে আউশ ধান চাষের জন্য বিনামূল্যে বীজ ও সার পাবেন। প্রতিটি কৃষক তাদের উৎপাদন বাড়াতে 5 কেজি উচ্চ ফলনশীল জাত (HYV) আউশ বীজের সাথে 10 কেজি ডায়ামোনিয়াম ফসফেট (DAP) এবং মিউরিয়েট অফ পটাশ (MoP) পাবেন।
অধিকন্তু, কৃষকরা এই উদ্যোগের অধীনে উচ্চ ফলনশীল জাতের BRRI ধান 48, BRRI ধান 82, BRRI ধান 85, BRRI ধান 98, বিনা ধান 19, এবং বিনা ধান 21-এর বীজের অ্যাক্সেস পাবে।
প্রণোদনাটি কৃষি মন্ত্রণালয়ের কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও উদ্ভিদ খাতের নিয়মিত বাজেটের অংশ। এই বিষয়ে জারি করা সরকারি আদেশের পর শীঘ্রই মাঠ পর্যায়ে প্রণোদনা বিতরণ শুরু হতে চলেছে।
এই পদক্ষেপের লক্ষ্য শুধুমাত্র ক্ষুদ্র কৃষকদের সহায়তা করা নয়, দেশে আউশ ধানের সামগ্রিক উৎপাদন বৃদ্ধি করাও। এসব প্রণোদনা কার্যকর করার ফলে সরকার আউশ চাল খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আশাবাদী।