ষ্টাফ রিপোর্টার/- আগামী ৭ জানুয়ারি নির্বাচন বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে। এটা একতরফা নির্বাচন। জন্মগত প্রতারণা, ভোটারদের ঠকানোর নির্বাচন। সবাইকে এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াতে এবং নির্বাচন বয়কট করার আহ্বান জানান।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের বিষয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি সন্ত্রাসী দল নয়- আওয়ামী লীগ সন্ত্রাসী দল। বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে মানুষ পুড়িয়ে মারা হয়। কয়েকদিন আগে ভোলায় বোমা বানাতে গিয়ে মারা যায় আওয়ামী সন্ত্রাসী। বিভিন্ন স্থানে যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমাসহ ধরা পড়েছে।
তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার দায় বিএনপি নেতা-কর্মীদের ওপর চাপিয়ে মিথ্যা মামলা দেয়। এখন গণ শাস্তির নির্দেশ দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, অর্থনীতির সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ মোস্তফা জামান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ। তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, পিএবি দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. মুনতাসির, আশরাফুল আসাদসহ আরও অনেকে।