হজযাত্রী নিবন্ধনের মেয়াদ ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে

0

ষ্টাফ রিপোর্টার/- ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের রেজিস্ট্রেশনের মেয়াদ ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। এই সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন করা যাবে অথবা প্যাকেজের পুরো টাকা পরিশোধ করে চূড়ান্ত রেজিস্ট্রেশন করা যাবে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক রেজিস্ট্রেশনের পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে প্যাকেজের অবশিষ্ট মূল্য জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারিভাবে ২ হাজার ৯৫২ জন এবং বেসরকারিভাবে ২২ হাজার ৯৬১ জন নিবন্ধিত হয়েছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরির ৯ই জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরও বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নাগরিক হজ করতে পারবেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.