আন্তর্জাতিক ডেস্ক/- ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।
রোববার (৩১ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কারখানার শ্রমিকদের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল আড়াইটার দিকে কারখানায় আগুন লাগে। শ্রমিকরা সেখানে ঘুমিয়ে ছিল।
মোহন মুংসে নামে এক দমকল কর্মকর্তা বলেন, ‘আগুনের খবরে আমরা রাত আড়াইটার দিকে ফোন পাই। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি পুরো কারখানায় আগুন। স্থানীয়রা জানান, ভেতরে ছয়জন আটকা পড়েছেন। পরে আমাদের কর্মকর্তারা ঢুকে ছয়জনের লাশ উদ্ধার করে।’
রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।