‘ভুলবশত’ তিন জিম্মিকে হত্যা করেছে ইসরাইল

0

আন্তর্জাতিক ডেস্ক/-  ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা গাজায় অভিযানের সময় ভুলবশত তিন জিম্মিকে হত্যা করেছে। কারণ তাদের ভুলভাবে ‘হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তিন জিম্মি হলেন ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালন শামরিজ (২৬)।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজার উত্তরে শেজাইয়াতে সৈন্যদের গুলিতে তিনজন নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের ওপর হামলা চালায়। সে সময় হামাস শতাধিক মানুষকে জিম্মি করে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবারের ঘটনা তদন্তাধীন। “তারা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত এবং পরিবারগুলোর প্রতি তাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমাদের জাতীয় লক্ষ্য নিখোঁজদের চিহ্নিত করা এবং সমস্ত জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা।”

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.