ষ্টাফ রিপোর্টার/- পাঁচ বছর আগে স্থানীয় শাহজাহানপুরের বিরুদ্ধে পুলিশকে প্রশ্নবিদ্ধ করা ঢাকা মহানগর দক্ষিণ দলের সদস্য রফিকুল আলম মজনু আড়াই বছরে ১৩ বার আইন আদালতে ছিলেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মহানগর হাকিম মোশাররফ হোসেনের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে- আহসান হাবিব হীরা, আবদ জামান আদিত্য চৌধুরী, আলমগীর হোসেন আজ, গিয়াস উড মানিক, বদরুল আল সবুজ, সোহাগ ভূঁইয়া, মোহাম্মদ ভাসানী চাকলাদার, মোহাম্মদ বেলাল উতন। অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে। তারা রিডেম্পশন মডেল।
2018 সালের সেপ্টেম্বর মাসে শাহজাহানপুর থানা এলাকায় একের পর এক প্রশ্ন করা হয়।