ষ্টাফ রিপোর্টার/- নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিকভাবে কাফফারা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৭ আসনের জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
তিনি বলেন, সরকারের ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন মেনে নিতে পারেনি। এবারও যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, অবাধ ও সুষ্ঠু না হয়, তাহলে সরকারকে আন্তর্জাতিকভাবে প্রায়শ্চিত্ত করতে হবে।
শুক্রবার জুমার নামাজের পর পুরান ঢাকার আমলিগোলা, লালবাগ রোড, লালবাগ কেল্লা, চকবাজার, নাজিম উদ্দিন রোড, চানখারপুল, পাকিস্তান মাঠ ও নাজিরা বাজার এলাকায় লাঙ্গল মার্কা নিয়ে এক জনসভায় হাজী মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে না যায় সেজন্য একটি মহল ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। কারণ জনগণের ভোট ফল দেয় না। জনগণের প্রতিনিধি হবেন যাকে সরকার বা প্রশাসন নির্বাচিত ঘোষণা করবে। এসবের জন্য আমি বর্তমান সরকারকে দায়ী করব। এ ধারণা থেকে বেরিয়ে আসতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
একটি সুন্দর ও পরিচ্ছন্ন পুরান ঢাকা দিতে জনগণকে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান হাজী মিলন।