আন্তর্জাতিক ডেস্ক/- জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রোববার রাতে এ বিক্ষোভ হয় বলে জানিয়েছে রয়টার্স।
দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, শনিবারের পার্লামেন্ট নির্বাচনে জনপ্রিয়তাবাদী ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) ৪৬.৭২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে।
এসএনএস পক্ষপাতিত্ব, রাষ্ট্রপতি আলেকসান্ডার ভুসিকের অযাচিত প্রভাব এবং ভোট কেনার মতো অনিয়মের মাধ্যমে একটি অন্যায্য সুবিধা অর্জন করেছে, সোমবার একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা বলেছে।
তবে প্রেসিডেন্ট ভুসিক বলেছেন, “নির্বাচন সুষ্ঠু হয়েছে।” রবিবার, বিক্ষোভকারীরা “ভুসিক চোর” স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা নির্বাচন কমিশন ভবনের জানালা ভেঙে দেয়। কেউ কেউ জানালার দিকে ঢিল ছুড়ে কাঁচ ভেঙে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করে।