উখিয়া উপজেলায় এক লাখ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

0

উখিয়া উপজেলা সংবাদদাতা/- কক্সবাজারের উখিয়া উপজেলায় এক লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

- Advertisement -

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী এলাকার নূর হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালীর গয়ালমারা এলাকার নূর হোসেনের ছেলে আজিজুর রহমান (২১) ও টেকনাফ উপজেলার হোইকং পূর্ব মহেশখালিয়া এলাকার সুলতান আহমদের ছেলে শফিকুল ইসলাম।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু ছালাম চৌধুরী জানান, পালংখালীর গয়ালমারা এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যদের অবস্থান টের পেয়ে দোকানদাররা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে আজিজুর রহমানের বাসা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব কর্মকর্তা।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.