দেশে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার
কামাল হোসেন/- অনুমান করা হয় যে দেশে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা ১৪,০০০। এদের মধ্যে ৮,৭৬১ জনকে শনাক্ত করা গেলেও বাকিরা পলাতক। 2021 সালে, সংক্রামিত মানুষের সংখ্যা 729। তাদের মধ্যে, 205 জন মারা গেছে। নিহতদের মধ্যে ১৮৮ জন রোহিঙ্গা রয়েছে।…