বাগেরহাট প্রতিনিধি/- ফ্লাই-অ্যাশ (সিমেন্টের কাঁচামাল) বহনকারী একটি লাইটার জাহাজ সুন্দরবনের সিবসা নদীতে অর্ধ-নিমজ্জিত। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ‘এমভি গাইহেরা-৪’ নামের জাহাজটি তার তলদেশ ফেটে নদীতে অর্ধ তলিয়ে যায়।
আধা-নিমজ্জিত জাহাজটি ভারত থেকে ঘোড়াশাল এলাকার একটি সিমেন্ট কারখানায় 1,422 টন ফ্লাই অ্যাশ নিয়ে যাচ্ছিল। জাহাজে থাকা ১২ নাবিককে উদ্ধার করেছে নৌ পুলিশ।
নলিয়ান নৌ পুলিশের পরিদর্শক তারক চন্দ্র নাথ জানান, সিবসা নদীর নালিয়ান এলাকায় এমভি গেহেরা-৪ নামের লাইটার জাহাজটি পানির নিচে আটকা পড়ে। ফলে জাহাজের তলা ফেটে যায়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করে। জাহাজ ডুবির পরও শিবসা নদীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সূত্র জানায়, লাইটার জাহাজটি ভারত থেকে বাংলাদেশের ঘোড়াশাল এলাকার একটি সিমেন্ট কারখানায় ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাই-অ্যাশ (সিমেন্টের কাঁচামাল) নিয়ে যাচ্ছিল।