লাষ্টনিউজ২৪/- বাংলাদেশে ‘আরব বসন্ত’-এর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বললেন, আমার মনে হয় না। এমন কোনো সুযোগ নেই।
রোববার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেমিনারে আলোচনায় অংশ নেন তিনি।
যুক্তরাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ‘আরব বসন্ত’ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এ বিষয়ে মন্তব্য করতে চাইলে মোমেন বলেন, এটা তাদের (রাশিয়া) বলুন, আমরা বিষয়টি জানি না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। অনেকে অনেক ধরনের কথা বলবে, আমরা এ বিষয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি আছে।
আরব বসন্তের সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তা মনে করি না। এমন কোনো সুযোগ নেই। আমরা একটি গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণেই দেশে গণতন্ত্র বিকশিত হচ্ছে। আর আমরা ৭ জানুয়ারি নির্বাচন করব। আমরা তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করব। আমরা খুব ভালো করছি।
তিনি বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ আমাদের পররাষ্ট্রনীতি।
ঢাকার সহিংসতায় পিটার হাসের জড়িত থাকার বিষয়ে রাশিয়ার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এর আগেও এসব অতিরিক্ত হামলা-মামলা ও অগ্নিসংযোগ পরিচালনা করেছি। গণতন্ত্রে বিশ্বাসী কিছু দুষ্টু লোক গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে এসব অপকর্ম করছে। আমাদের দেশের জনগণ তা প্রতিহত করবে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছি। আমরা আমাদের ভারসাম্যপূর্ণ কূটনীতি অব্যাহত রাখতে চাই।
পরাশক্তিগুলো এখানে উগ্রবাদীদের প্রভাবিত করার চেষ্টা করছে, এই পরাশক্তিগুলো কারা জানতে চাইলে তিনি বলেন, কোনো পরাশক্তি আমাদের প্রভাবিত করার কোনো খবর আমাদের কাছে নেই। আপনি তাদের খবর আছে.
তিনি বলেন, কে কী বললো না বললেই চলে, এটা তাদের মাথাব্যথা। আমরা পরাশক্তিদের দ্বারা টেনে আনতে চাই না। আমরা আমাদের ভারসাম্যপূর্ণ কূটনীতি অব্যাহত রাখতে চাই।
অনুষ্ঠানে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাওয়াদ মোবাশ্বের আকবর বলেন, বাংলাদেশের ভিত এখন এত মজবুত যে কোনো ভয় দেখে দেশকে দমন করা সম্ভব নয়।
তিনি বলেন, উগ্রবাদীরা ঘরে আশ্রয় পায় না, বিদেশ থেকে সাহায্য নিতে হয়। দেশপ্রেমিকদের কখনো ছোঁয়া যায় না, চরমপন্থীরাও পারে। কিন্তু চরমপন্থা দেশের ধর্মনিরপেক্ষ চেতনাকে ক্ষতিগ্রস্ত করে।
বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে সামরিক শাসন ভারতের জন্যও বন্ধুত্বের দূরত্ব তৈরি করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশে যে সামরিক স্বৈরাচার শুরু হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনেন। তিনি গণতন্ত্র লালন করছেন।