লাষ্টনিউজ২৪/- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে সূত্র জানায়। বৈঠক শেষে রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
জাতীয় নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করার পরিকল্পনা করেছে ইসি। সশস্ত্র বাহিনীর সদস্যরা ২৯ ডিসেম্বর থেকে মোতায়েন হতে পারে এবং ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সেনা সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আর ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।