মিয়ানমারে রাস্তায় সাঁজোয়া যানের টহল, বিক্ষোভে ‘গুলি’
আন্তর্জাতিক ডেস্ক/- মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে নিরাপত্তাবাহিনী গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া বড় বড় নগরীতে রাস্তায় সাঁজোয়া যান টহল দিচ্ছে।
রোববার সন্ধ্যা নামার পরপরই বাণিজ্য নগরী ইয়াংগন, মিতকিনা এবং রাখাইন রাজ্যের রাজধানী সিতউইতে সড়কে সাঁজোয়া যান চলতে দেখা যায়।
এদিন সারা দেশে র্যাতলি করে…
বিস্তারিত পড়ুন ...