Ultimate magazine theme for WordPress.

নড়েচড়ে বসেছে ‘ওভারথ্রো’র নিয়মের বিষয়ে!

0

স্পোর্টস ডেস্ক/- ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের পর নতুন করে আলোচনার টেবিলে উঠে এসেছে ওভারথ্রো ইস্যু। একটি ওভারথ্রোর কারণে বদলে যায় পুরো ম্যাচের চালচিত্র।এই এমসিসি ওভারথ্রোর নিয়মের বিষয়ে এবার নড়েচড়ে বসেছে।

রোববার লর্ডসে বিশ্বকাপ ফাইনাল সব নাটকীয়তাকে যেন হার মানিয়েছিল। মূল ম্যাচে টাই, সুপার ওভারেও টাই। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।

অথচ এই ম্যাচটা টাই পর্যন্ত গড়াতে না-ও পারতো। ম্যাচের শেষ তিন বলে ইংল্যান্ডের দরকার ছিল ৯ রান। বেন স্টোকস দৌড়ে ডাবলস নিতে গেলে মার্টিন গাপটিলের থ্রো লেগে যায় তার ব্যাটে।

ব্যাটে লেগে দিক পরিবর্তন করে বলটি পার হয়ে যায় বাউন্ডারি। আম্পায়ার ওই চারের সঙ্গে দৌড়ে নেয়া দুই রানসহ দিয়ে দেন ৬ রান। শেষপর্যন্ত ম্যাচটি টাই হয়।

অথচ ওভার থ্রোতে চার হয়ে গেলেও বল গায়ে লাগার পর দৌড়ে নেয়া রান আর হিসেব হওয়ার কথা না। এক রান পূর্ণ হয়েছিল, দুই হয়নি। সে হিসেবে (৪+১)=৫ পাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। ম্যাচ শেষে যেটা হিসেব হলে নিউজিল্যান্ডই ১ রানে জিতে যাওয়ার কথা ছিল।অবশেষে বিতর্কিত ওভারথ্রোয়ের নিয়ম পরিবর্তন আনার প্রস্তাব তুলতে যাচ্ছে এমসিসি। আর এমসিসির প্রস্তাব মানেই তো আন্তর্জাতিক ক্রিকেটে সেটা প্রয়োগ হওয়ার জোর সম্ভাবনা।

বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ এক ম্যাচে এমন গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের এই ভুল নিয়ে অনেক কথা হচ্ছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.