পরিবেশ বাঁচাতে মিসরের মরুতে আকাশমুখী বন
মোঃ শাহজাহান: জনজট, যানজট ও বায়ুদূষণের কারণে মিশনের কায়রো মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে কায়রোকে নতুনভাবে সাজানোর চিন্তা করছেন দেশটির পরিবেশবিদরা। এর অংশ হিসেবে মিসরের মরুভূমি এলাকায় প্রথমবারের মতো খাড়া বন গড়ে তোলা হচ্ছে।…