Ultimate magazine theme for WordPress.

হাসানুল হক ইনু ভোট করবেন নৌকা প্রতীকে

0

জাসদের চার প্রার্থী মশাল প্রতীকে ভোট করলেও দলটির সভাপতি হাসানুল হক ইনুও নৌকা প্রতীকে ভোট করবেন।৯ ডিসেম্বর, রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে এ সংক্রান্ত দুটি চিঠি দিয়েছে জাসদ। এতে সই করেন দলটির সভাপতি ইনু।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে সাত আসনে প্রার্থী দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এর মধ্যে চারজন প্রার্থী ভোট করবেন দলের প্রতীক ‘মশাল’-এ এবং তিনজন করবেন মহাজোটের প্রতীক ‘নৌকায়’।
নৌকা প্রতীকে ভোটকারী জাসদ প্রার্থীদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শাহ জিকরুল আহমেদ, গাইবান্ধা-৩ থেকে এস এম খাদেমুল ইসলাম, রংপুর-২ শ্রী কুমারেশ চন্দ্র রায় ও বরিশাল-৬ আসনে মো. মোহসীন।
মশাল প্রতীকে ভোটকারী জাসদ প্রার্থীদের মধ্যে রয়েছেন নৌকা প্রতীকে ভোট করবেন কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ফেনী-১ শিরীন আখতার ও বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন।
ইসিকে দেওয়া একটি চিঠিতে বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতীক “মশাল” নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
আরেকটি চিঠিতে বলা হয়, ‘গত দশম জাতীয় সংসদ নির্বাচনে মতেই একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় জাসদের নিচের ১৪ দলীয় নির্বাচনি জোট মনোনীত অভিন্ন প্রার্থীরা আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নির্বাচনি প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’
৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবে ইসি। এ দিন থেকে প্রচার শুরু করবেন প্রার্থীরা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.