Ultimate magazine theme for WordPress.

শেষমেশ বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী আনুশকা

0

বিনোদন ডেস্ক/- শেষমেশ বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী আনুশকা শর্মা।মুখ খুলেই বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিলেন তিনি।
গত বছরের ডিসেম্বরে আনুশকা শর্মা মালা পরান বিরাট কোহলির গলায়। আর এ বছরের ডিসেম্বরেই নাকি মা হতে চলেছেন আনুশকা! এই গুঞ্জনই শোনা যাচ্ছিল বলিউডের সর্বত্র।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকাকে প্রশ্ন করা হয়, তিনি মা হতে চলেছেন কিনা? উত্তরে আনুশকা বলেছেন, ‘গুজব তো মানুষ রটাবেন। সত্যিই অযৌক্তিক একটা খবর। মা হওয়ার খবর আবার কখনও লুকনো যায় নাকি? বিয়ের খবর লুকনো গেলেও, মা হতে যাওয়ার খবর কখনও লুকনো যায় না।’
‘বিয়ের পর প্রত্যেক অভিনেত্রীকেই বোধহয় এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। লোকে বিয়ের আগেই তোমার বিয়ে দিয়ে দেবে আর অন্তঃসত্ত্বা হওয়ার আগেই মা বানিয়ে দেবে।’
‘এ সব বিষয়কে আমি পাত্তা দিই না। এগুলো শুনলে আমার হাসি পায়। খবরগুলো যখন পড়ি তখন মনে হয়, কোথা থেকে তৈরি হয় এই আজগুবি খবরগুলো?’
কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফের সঙ্গে তার ছবি ‘জিরো’। তবে তার আগেই অস্ট্রেলিয়া উড়ে গেলেন অভিনেত্রী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.