Ultimate magazine theme for WordPress.

পাবনায় ভটভটি চাপায় অন্তঃসত্ত্বা মা ও মেয়ে নিহত

0

পাবনা থেকে প্রতিনিধি /- পাবনায় ভটভটি চাপায় অন্তঃসত্ত্বা মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আকবার হোসেনর স্ত্রী রিনি খাতুন (৩৫) ও মেয়ে বর্ষা খাতুন (৭)।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, সকালে বাড়ির সামনে স্ত্রী-সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলেন আকবার হোসেন। সেখানে অটোভ্যানে ওঠার সময় পেছন থেকে ইঞ্জিনচালিত ভটভটি তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়। আহত হন আকবার হোসেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিনি খাতুন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.