Ultimate magazine theme for WordPress.

চীনের রাসায়নিক চুল্লিতে বিস্ফোরণে নিহত ২২

0

আন্তর্জাতিক ডেস্ক /- চীনে একটি রাসায়নিক চুল্লিতে বিস্ফোরণে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে দেশটির উত্তরের হেবেই প্রদেশের ঝাংজিয়াকো শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ২২ জন। স্থানীয় সরকার এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বিস্ফোরণের এক ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল থেকে ঢেউখেলা কালো ধোঁয়া ও আগুন বের হচ্ছে।

এ ছাড়া, বিভিন্ন স্থিরচিত্রে দেখা গেছে, চুল্লির কাছে সড়কে থাকা গাড়ি ও ট্রাক জ্বলছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাসায়নিক চুল্লিতে বিস্ফোরণে কমপক্ষে ৫০টি গাড়ি পুড়ে গেছে।

এ ঘটনার পর নিকটস্থ হেবেই শেংহুয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি কো. এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে বলে ওই চুল্লির এক নারী কর্মকর্তা জানিয়েছেন। হেবেই শেংহুয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান চেমচাইনার এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, শেংহুয়ায় ওই বিস্ফোরণ ঘটেনি। অন্য একটি প্রতিষ্ঠানের চুল্লিতে বিস্ফোরণ ঘটে।

সিনহুয়া জানিয়েছে, ওই চুল্লিতে বিস্ফোরণের পর বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

চীনের বেইজিং থেকে ১৫৬ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত ঝাংজিয়াকো শহরে রাজধানীর পাশাপাশি ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চীনে ২০১৫ সালের আগস্টে একটি রাসায়নিক গুদামে আগুনে ১৫৬ জন নিহত হয়েছিল।

তথ্য : রয়টার্স

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.