Ultimate magazine theme for WordPress.

৬টি আসনে পূর্ণাঙ্গভাবে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত

0

নিজস্ব প্রতিবেদক /- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  আসনের মধ্যে ৬টিতে পূর্ণাঙ্গভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার বিকেল সাড়ে ৫টায় নির্বাচন ভবনে দৈবচয়নের মাধ্যমে এই ছয়টি আসন চূড়ান্ত করে ইসি।

আসনগুলো হলো ঢাকা-১৩, ঢাকা-৬, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২, সাতক্ষীরা-২।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনে সম্পূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সিটি করপোরেশন ও জেলা সদর সংশ্লিষ্ট ৪৮ আসনের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে এই ছয় আসন নির্ধারণ করা হয়।

সোমবার বিকেলে সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন অনুষ্ঠিত হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.