৭-৮ মাস ধরে শুটিংয়ে ফোন ব্যবহার করেননি রাজ : ফারিণ

0

বিনোদন ডেস্কঃ আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত চলচ্চিত্র ‘ইনসাফ’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো রাজের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিণ। আর প্রথম কাজেই সহশিল্পীর প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন তিনি।

- Advertisement -

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাসনিয়া ফারিণ জানান, ‘ইনসাফ’ সিনেমায় কাজ করতে গিয়ে শরিফুল রাজকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। রাজের কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদার মনোভাব তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

শরিফুল রাজ নাকি শুটিংয়ের সময় ফোন ব্যবহার করেন না। এমনকি সিনেমায় অভিনয়ের পুরো সময়টুকুই নাকি মোবাইল ফোন ছাড়াই থাকেন এই অভিনেতা। বিষয়টি জানালেন ফারিণ নিজেই। ফারিণ বলেন, ‘শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি। কিন্তু তিনি (রাজ) শুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি। এমনকি সাত-আট মাস ফোন ছাড়াই ছিলেন। তাকে ফোনকল দিলেও পাওয়া যেত না।’

উল্লেখ্য, সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজ-তাসনিয়া ফারিণের পাশাপাশি মোশাররফ করিমও অভিনয় করেছেন। ইতোমধ্যেই সিনেমার পোস্টার ও টিজার দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।

- Advertisement -

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.