৪ জেলায় বজ্রাঘাতে ১০ প্রাণহানি

0
নিজস্ব প্রতিবেদকঃ দেশের চার জেলায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে শিশুসহ ১০ কৃষক প্রাণ হারিয়েছে। এ সময় চারজন আহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার বিকেলে বজ্রপাতের ঘটনায় পাঁচজন নিহত হয়। এর মধ্যে জেলার নাসিরনগর উপজেলায় তিনজন ও আখাউড়া উপজেলায় দুজন নিহত হয়।

বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে বজ্রপাতের ঘটনায় তারা মারা যায়। এ ছাড়া নাসিরনগরে এক নারী আহত হন। আখাউড়ায় বজ্রপাতে এক কৃষকের দুই গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নাসিরনগরে নিহতরা হলো সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের জুনায়েদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের আব্দুস সালামের ছেলে মো. শামসুল হুদা (৬৫) ও চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে জাকিয়া (৭)।
 

কিশোরগঞ্জ ও ভৈরব : কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে জেলার ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুরে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ভৈরবের দুজন ও কুলিয়ারচরের একজন রয়েছেন। নিহতরা হলেন উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার আফসর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৫২), শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৮) ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের হাজরিনগর গ্রামের শফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। আর কুলিয়ারচরে বজ্রপাতে গুরুতর আহত কৃষি শ্রমিক মো. মনিরের বাড়ি ময়মসিংহের ফুলবাড়িয়ায়। 

মান্দা : নওগাঁর মান্দায় বজ্রাঘাতে এক কৃষক নিহত ও আরেক কৃষক আহত হয়েছেন। গতকাল বিকেল ৪টার দিকে মাঠে শুকানো ধান এক জায়গায় জড়ো করতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন তারা।

নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০)। তিনি কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। আহত শফিকুল ইসলাম একই এলাকার বাসিন্দা। 

হবিগঞ্জ : রবিবার বিকেলে হবিগঞ্জের আজমিরীগঞ্জের বেনিকান্দি গ্রামে বৃষ্টির সময় গোসল করতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম রাজু মিয়া (২০)। তিনি ওই গ্রামের তজুম আলীর ছেলে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.