ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার বিকেলে বজ্রপাতের ঘটনায় পাঁচজন নিহত হয়। এর মধ্যে জেলার নাসিরনগর উপজেলায় তিনজন ও আখাউড়া উপজেলায় দুজন নিহত হয়।
কিশোরগঞ্জ ও ভৈরব : কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে জেলার ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুরে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
মান্দা : নওগাঁর মান্দায় বজ্রাঘাতে এক কৃষক নিহত ও আরেক কৃষক আহত হয়েছেন। গতকাল বিকেল ৪টার দিকে মাঠে শুকানো ধান এক জায়গায় জড়ো করতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন তারা।
হবিগঞ্জ : রবিবার বিকেলে হবিগঞ্জের আজমিরীগঞ্জের বেনিকান্দি গ্রামে বৃষ্টির সময় গোসল করতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম রাজু মিয়া (২০)। তিনি ওই গ্রামের তজুম আলীর ছেলে।
- Advertisement -