৩১ থাই জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমার, ১ জন নিহত

0
আন্তর্জাতিক ডেস্কঃ ৩০ জনের বেশি জেলেসহ একটি থাই মাছ ধরার নৌকা মিয়ানমারের জলসীমা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার তাদের আটক করা হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় সংঘর্ষে একজন থাই জেলে নিহত হয়েছেন, থাই নৌবাহিনীর একজন কমান্ডার বিষটি নিশ্চিত করেছেন।

করা জেলেদের আটক করেছে তা উল্লেখ না করেই থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রানং প্রদেশের একজন নৌ কমান্ডার সুওয়াত ডনসাকুল এএফপিকে বলেছেন, ‘৩১ জনকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে।’ সুওয়াত আরো বলেন, শনিবার ঘটনার সময় বেশ কয়েকটি থাই মাছ ধরার নৌকা মিয়ানমারের জলসীমায় অবস্থান করছিল।’

তিনি বলেন, ‘নিহত জেলে ঘটনার সময় পানিতে ঝাঁপ দিয়েছিলেন।’ সুওয়াত বলেন, ‘জেলেদের মুক্তি নিশ্চিত করতে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার আহবান জানিয়েছেন।’ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘জেলেদের মুক্তি নিশ্চিত করতে তারা মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসবে।’

ঘটনার পর রানং প্রাদেশিক মৎস্য বিভাগ থাই-মিয়ানমার সামুদ্রিক সীমান্তের কাছাকাছি এলাকাগুলো এড়িয়ে চলার জন্য জেলে এবং নৌকার মালিকদের সতর্ক করেছে।

আক্রমণকারীদের পরিচয় উল্লেখ না করে থাইল্যান্ডের মৎস্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মিয়ানমারের সশস্ত্র মাছ ধরার নৌকা’ থাই উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) পশ্চিমে থাই মাছ ধরার নৌকাগুলোতে আক্রমণ করেছিল।’ থাইল্যান্ড এবং মিয়ানমার আন্দামান সাগরসহ প্রায় এক হাজার ৫০০ মাইল স্থল এবং সামুদ্রিক সীমানা ভাগাভাগি করে নিয়েছে।

থাইল্যান্ডের মৎস্য বিভাগের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মিয়ানমারের জলসীমায় থাই মাছ ধরার নৌকা অবৈধভাবে চলাচল করছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে।’

সূত্র : এএফপি

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.