স্পোর্টস ডেস্ক/- শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোল করেছেন অধিনায়ক আশরাফুল ও সাইফুল আলম শিশির। ওমানের অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ৫ ম্যাচ হকি সিরিজের তৃতীয় ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশের যুবারা। এ জয়ে সিরিজে ২-০ গোলে এগিয়ে গেলো বাংলাদেশ।
প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫-১ গোলে। দ্বিতীয় ম্যাচ ড্র হয় ২-২ গোলে। আগামীকাল (শনিবার) তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান।৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-০ করেন সাইফুল আলম শিশির।
তৃতীয় ম্যাচে ওমান রক্ষণাত্মক খেলা শুরু করায় বাংলাদেশকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৯ মিনিট পর্যন্ত। এ সময় পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন আশরাফুল।