২৮ বছর পর কলকাতার বইমেলায় বাংলাদেশ নেই!

0
আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় এবার নেই বাংলাদেশের নাম। এমনটি গত ২৮ বছরে ঘটেনি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

শুক্রবার (১৫ নভেম্বর) বইমেলার শিডিউল প্রকাশ করে কর্তৃপক্ষ। সেখানে বিভিন্ন দেশের নাম থাকলেও নেই পার্শ্ববর্তী বাংলাদেশ।

২০২৫ সালের ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি, যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই বইমেলার আসন্ন আসরের থিম কান্ট্রি হতে যাচ্ছে জার্মানি।

জার্মানি ছাড়াও এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার বিষয়ে বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি জানান, তারা এখনো বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশ পাননি।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কিছু বলতে পারছি না।’

১৯৯৬ সাল থেকে থেকে গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.