শুক্রবার (১৫ নভেম্বর) বইমেলার শিডিউল প্রকাশ করে কর্তৃপক্ষ। সেখানে বিভিন্ন দেশের নাম থাকলেও নেই পার্শ্ববর্তী বাংলাদেশ।
জার্মানি ছাড়াও এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার বিষয়ে বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি জানান, তারা এখনো বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশ পাননি।
১৯৯৬ সাল থেকে থেকে গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ।