২৭ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

0

কামাল হোসেন : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেয়া হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন।

 

- Advertisement -

ড. ইউনূসের দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো হলো:

  1. মন্ত্রিপরিষদ বিভাগ
  2. প্রতিরক্ষা মন্ত্রণালয়
  3. সশস্ত্র বাহিনী বিভাগ
  4. শিক্ষা মন্ত্রণালয়
  5. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
  6. খাদ্য মন্ত্রণালয়
  7. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
  8. ভূমি মন্ত্রণালয়
  9. বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  10. কৃষি মন্ত্রণালয়
  11. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
  12. রেলপথ মন্ত্রণালয়
  13. জনপ্রশাসন মন্ত্রণালয়
  14. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  15. নৌ-পরিবহন মন্ত্রণালয়
  16. পানি সম্পদ মন্ত্রণালয়
  17. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
  18. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  19. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  20. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  21. বাণিজ্য মন্ত্রণালয়
  22. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
  23. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  24. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  25. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  26. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
  27. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন। ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.