ষ্টাফ রিপোর্টার/- আজ সোমবার (৩ আগস্ট)২৪ ঘণ্টায় হটলাইনে মোট ফোনকলের সংখ্যা ৬৮ হাজার ৭৩৯টি। অর্থাৎ একদিনের ব্যবধানে চিকিৎসা চেয়ে বাড়তি ১৮ হাজার ৮৯৯টি কল এসেছে।
চিকিৎসাসেবা চেয়ে স্বাস্থ্য অধিদফতরের হটলাইনে ফের ফোনকলের সংখ্যা বেড়ে গেছে। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় (ঈদের দিন) হটলাইনে ফোনকল গ্রহণ করা হয়েছে ৪৯ হাজার ৮৪০টি০।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নিয়মিত বুলেটিনে গত ২৪ ঘণ্টার ফোনকলের তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও বলেন, ‘হটলাইনে গত ২৪ ঘণ্টায় আসা ৬৮ হাজার ৭৩৯টি ফোনকলের মধ্যে স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) ১০ হাজার ১৬২টি, ৩৩৩ হটলাইনে ৫৮ হাজার ১৬২টি এবং আইইডিসিআরের (১০৬৫৫) হটলাইনে ৪১৫টি কল গ্রহণ করা হয়েছে।’
হটলাইন নম্বরগুলোতে এ পর্যন্ত ফোনকল গ্রহণ করা হয়েছে এক কোটি ৮১ লাখ ১০ হাজার ৯৩০টি বলেও জানান নাসিমা সুলতানা।এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৩০ জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ১৮৪। একই সময়ে এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১৩৫৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪২ হাজার ১০২ জনে।
তিনি আরও বলেন, ‘২৪ ঘণ্টায় করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে দুই হাজার ৩১ জন এবং এ পর্যন্ত গ্রহণ করেছেন এক লাখ ৫৬ হাজার ২৩০ জন।’