খেলাধুলা ডেস্কঃ গ্রুপ পর্ব শেষে চ্যাম্পিয়নস ট্রফি এসে পড়েছে শেষ ভাগে। দুবাইয়ে আগামীকাল ভারত-অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল দিয়ে শুরু হচ্ছে নকআউট পর্ব। মাংসপেশির চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্ট। তার বদলে এসেছেন কুপার কনোলি।
- Advertisement -
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত রাতে বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে টুর্নামেন্টের মাঝপথে দলে পরিবর্তন এনেছে সিএ।
২১ বছর বয়সী কুপার কনোলি অস্ট্রেলিয়ার স্কোয়াডের সঙ্গে পাকিস্তানে ছিলেন। তাকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে রেখেছিল অস্ট্রেলিয়া। তাই মূল স্কোয়াডে যোগ দিতে অস্ট্রেলিয়া থেকে দুবাই উড়ে আসার প্রয়োজন হয়নি কলনির।
তরুণ কনলি মূলত বাঁ-হাতি ব্যাটার। তবে বাঁ-হাতি স্পিন বোলিংও করে থাকেন তিনি। দুবাইয়ে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে বাড়তি স্পিনারের প্রয়োজন পড়তে পারে বুঝেই কনলিকে তড়িঘড়ি স্কোয়াডে ঢুকিয়ে নেয় অস্ট্রেলিয়া।
কুপার কনোলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। যদিও ব্যাটে-বলে বিশেষ কিছু করে দেখাতে পারেননি তিনি। কুপার কনোলির লিস্ট-এ কেরিয়ারও এমন কিছু চমকপ্রদ নয়। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তিনি মোটে ৯টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। সংগ্রহ করেছেন সাকুল্যে ১১৭ রান ও ৩টি উইকেট।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, শন অ্যাবট, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, তানভীর সাঙ্ঘা, অ্যাডাম জাম্পা, জেক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেনসার জনসন।