২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের বিপক্ষে কোনো দেশ বিড না করায় তখনি অনেকটাই নিশ্চিত হয়ে যায় আয়োজক স্বত্ব পাওয়া। কিন্তু কাতারের মতো সৌদি আরবের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে থাকে।এতে তৈরি হয় বিতর্ক। বুধবার অনলাইন কংগ্রেসে সৌদি আরবকেই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফিফা।
সৌদি ফেডারেশন তাদের প্রাথমিক পরিকল্পনায় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রেখেছে কিং সালমান স্টেডিয়ামে। কিন্তু এটি এখনো নির্মীয়মাণ।২০৩২ সালে শেষ হবে নির্মাণকাজ। গরমের বিষয়টি বিবেচনায় রেখে কাতারের মতো শীতের সময়ে হতে পারে এই বিশ্বকাপ।