পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের (১৯ নভেম্বর) সভায় জরিমানার এ সিদ্ধান্ত হয়েছে।সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর বাইরে আজকের কমিশন সভায় গ্রাহক হিসাবে ঘাটতির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মডার্ন সিকিউরিটিজকে এক লাখ টাকা ও আনোয়ার সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্রোকারেজ হাউস দুটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছে বিএসইসি।