অ্যাডিলেটে দিবারাত্রির টেস্টে রবিবার ভারতকে ১০ উইকেটে উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে অলআউট হলে ১৮ রানের লিড পায় ভারত।সে লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে টপকে যায় অজিরা।
দ্বিতীয় দিন শেষে এমনকি ইনিংস হারের শঙ্কায়ও পড়েছিল ভারত।প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৫৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে রোহিত শর্মার দল।
অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতাতে প্রথম ইনিংসে ৪৮ রানে ৬ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন স্টার্ক, দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নিয়ে বোলিংয়ের দায়িত্ব পালন করেন কামিন্স।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৮০ ও ১৭৫ (রেড্ডি ৪২, গিল ২৮, পন্ত ২৮; কামিন্স ৫/৫৭, বোলান্ড ৩/৫১, স্টার্ক ২/৬০)।
অস্ট্রেলিয়া: ৩৩৭ ও ১৯ ( ম্যাকসুয়েনি ১০*, খাজা ৯*; বুমরা ০/২)।
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ট্রাভিস হেড