ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ন্যায মূল্য পেয়ে কৃষকরা এবার খুশি।
জানা গেছে এ উপজেলায় চলতি মৌসুমে ১৯ হাজার ৫শ ৩৫ হেক্টর জমিতে উন্নত জাতের চিকন ধান ও ৫ হাজার ৫শ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড ধান আবাদ হয়েছে। সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ধানের ফলন এ বছর বেশী হয়েছে।উন্নত মানের ধান বীজ, যথা সময়ে ধান ক্ষেত্রে সার প্রয়োগ, সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় ধান ক্ষেত্রে পোকা মাকড়ের আক্রমণ এ বছর কম ছিল। এক মন ধান কৃষকরা গ্রামের হাট বাজারে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা এবং ৮০ কেজি ওজনের এক বস্তা ধান সর্বোচ্চ ২ হাজার ১০০ টাকা পর্যন্ত কৃষকরা বিক্রি করছে। ৫০ শতক জমিতে ৩৫ থেকে ৪০ মন ধান হয়েছে।
রঘুনাথপুর মহল্লার কৃষক ও প্রভাষক শাহ আলম, ভেমটিয়া গ্রামের জাকিরুল ইসলাম, বিরহলী গ্রামের নসরতে খোদা রানা, জগথা গ্রামের শামসুজ্জোহা জানান এ বছর ধান আবাদ করে আমরা লাভবান হয়েছি। এক দিকে ধানের ফলন ভালো হয়েছে অপর দিকে ন্যায মূল্য পাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায় জানান লক্ষ্যমাত্রার চেয়ে এ উপজেলায় ধান বেশি উৎপাদন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং কৃষকরা উন্নতমানের সার বীজ ও কিটনাসক ব্যবহার করায় ধানের ফলন ভালো হয়েছে।