ক্রীড়া প্রতিবেদকঃ অবসরটা রাঙাতে পারলেন না মাহমুদ উল্লাহ রিয়াদ। হার দিয়ে শেষ হলো আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ার। আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২৯৭ রানের বিশাল পাহাড় গড়ে। ভারতের দেয়া বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশ থেমেছে ১৬৪ রানে।
- Advertisement -
এর মধ্য দিয়ে ১৩৩ রানে হেরে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।হায়দরাবাদে ২৯৭ রান তাড়ায় মায়াঙ্ক যাদবের প্রথম বলেই আউট হয়েছেন পারভেজ হোসেন ইমন। রানের খাতা খোলার আগে উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে বেশিক্ষণ থিতু হতে পারেননি তামিম, শান্তও। পাওয়ারপ্লেতে বাংলাদেশ যে ৫৯ রান তুলেছে সেটা লিটনের কল্যানে।তবে রবি বিষ্ণয়ের পাওয়ারপ্লের শেষ ওভার দিয়েছে উইকেট মেডেন। লিটন ফিরেছেন ৪২ রান করে। শেষ ম্যাচে ভালো কিছু করে দেখাতে পারেনি মাহমুদ উল্লাহও। বল হাতে ১ উইকেট নিয়েছেন কিন্ত ব্যাট হাতে ৯ বলে ৮ রানে থেমেছে ১৪১ টি–টোয়েন্টি ক্যারিয়ার।
শেষদিকে তাওহিদ হৃদয়ের ৪২ বলে ৬৩ রানেও বড় হার এড়াতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৬৪ রানে। এর মধ্য দিয়ে শেষ হলো টাইগারদের ৪ সপ্তাহের ভারত সফর। ভারতের বোলারদের মধ্যে রবি বিষ্ণয় নিয়েছেন ৩ উইকেট। মায়াঙ্ক যাদব ২ শিকার করেন ২টি।এর আগে স্যামসনের সেঞ্চুরি ও সূর্যকুমারের ৭৫ রান এবং শেষদিকে হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগের ঝোড়ো ব্যাটিংয়ে ২৯৭ রান তোলে ভারত। ১১ চার ও ৮ ছক্কায় ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। ৮ চার ও ৫ ছক্কায় ৭৫ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষ দিকে রিয়ান পরাগের ১৩ বলে ৩৪, হার্দিক পাান্ডিয়ার ৪৭ রান ও শেষ বলে রিংকু সিংয়ের ছক্কায় ৬ উইকেটে ২৯৭ রান তোলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়ে ভারত।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৬৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।