হার দিয়ে শেষ হলো নারীদের টি-২০ বিশ্বকাপ

0
ক্রীড়া প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে নারীদের টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ শেষটা করেছে হার দিয়ে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় হারে আসর থেকে বিদায় নিয়েছে নিগারের দল।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ১২ বছরের খরা খরা কাটায় বাংলাদেশ। এর পর টানা তিন ম্যাচে হেরে গ্রুপ পর্বে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

দক্ষিণ আফ্রিকার কাছে হারের আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরেছে বাংলাদেশ।
দুবাইয়ে শনিবার আসরে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান করে বাংলাদেশ। সোবহানা মুস্তারি ৩৮ ও অধিনায়ক নিগার সুলতানা ৩২ রান করেন। জবাবে ১৭.২ ওভারে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা মেয়েরা।
দলটির হয়ে ওপেনার তাজমিম ব্রিটস ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। আনিকা বোস ২৫ রান যোগ করেন। 

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.