হারানো ৫৭টি মোবাইল উদ্ধার করল পুলিশের সাইবার সেল

0

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ৫৭টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২৮ হাজার টাকা উদ্ধার করছে। উদ্ধার করা মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যলয়ে প্রকৃত মালিকদের নিকট মোবাইলগুলো হস্তান্তর করেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম।

এসময় আরো সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ও ডিবির ওসি সাইফুল আলম।পুলিশ সুপার রাফিউল আলম বলেন, মেহেরপুর জেলার ৩টি থানায় হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকার সাধারণ ডাইরি করা হয়েছিলো। সেই সব সাধারণ ডাইরি নিয়ে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত দক্ষতার সাথে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে গত একমাসে ৫৭টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ২৮ হাজার টাকা উদ্ধার করে ।

Leave A Reply

Your email address will not be published.