ষ্টাফ রিপোর্টার/- রাজধানীর হাতিরঝিল থানাধীন মেরুল বাড্ডা সংলগ্ন এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মেরুল বাড্ডা সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বলেন, মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় মশারি দিয়ে পেচানো ছিল।
মরদেহ সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।